সুনামগঞ্জের ধর্মপাশা থেকে অন্যত্র পাচারের সময় ৬০ বস্তা আমন বীজ ধান জব্দ করা হয়েছে। এ ঘটনায় মেসার্স ঝর্ণা ট্রেডার্সের ডিলার শামসুল আলমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুুপুরে ধর্মপাশা থেকে নেত্রকোনার মোহনগঞ্জে বীজধানের বস্তাগুলো পাচারের সময় আটক করা হয়। ডিলার শামসুল আলম প্রায়ই ধর্মপাশা থেকে মোহনগঞ্জে বীজধান ও সার পাচার করে থাকে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মুনতাসির হাসান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, কেউ যাতে বীজধান অন্যত্র পাচার করতে না পারে সেজন্য আমরা সর্বদা সতর্ক রয়েছি।