সমাবেশে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা বক্তব্য রাখেন।
এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নির্মমতার রাজনীতিতে যখন নির্মমতায় মেতেছে ছাত্র-যুবসহ ক্ষমতাসীন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা; তখন সর্বাধুনিক অস্ত্র নিয়ে কুমিল্লার জুয়েলদের মত শত-সহ¯্র সন্ত্রাসীকে লালন-পালন করছে মন্ত্রী-এমপি আর জনপ্রতিনিধিরা আর সরকারের সর্বোচ্চ মহলে থাকা ব্যক্তিরা একের পর এক এই পাপিষ্টদের পেট ভরতে উন্নয়নের গল্প সাজিয়ে একের পর এক বৈদেশিক ঋণের বোঝা বাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তরুণরা এগিয়ে না এলে লোভি-লম্পটদের রামরাজত্বে পরিণত হবে বাংলাদেশ, যা কারোই কাম্য নয়।