সুনামগঞ্জের ধর্মপাশায় “মাদক ও সন্ত্রাস মুক্ত ধর্মপাশা চাই” এর লক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ধর্মপাশা গ্রামের বাচ্চু মিয়ার বাড়ী উঠোনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
ধর্মপাশা গ্রামবাসীর আয়োজনে মসজিদ কমিটির সভাপতি, এড,আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শামীম আহমেদ বিলকিস, সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা বি,এন,পির সাবেক সাধারন সম্পাদক কাজী মাজহারুল হক,যুগ্ন সাধারন সম্পাদক ফজলুল হক নয়ন,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম দিদার,ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোঘলক আহমেদ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আফজাল পি,কে,আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ তালুকদার,নাজিম উদ্দন, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাঈন উদ্দিন,শ্রমীকলীগের সহ সভাপতি এনামূল হক জোহা,সদর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক মুশফিকুর চৌধুরী সোহাগ,ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক, শামীম আহমেদ, বি,এন,পি নেতা সাইনুল ইসলাম, প্রমুখ।
বক্তারা বলেন,মাদকের বিরুদ্ধে গ্রামবাসী ঐক্যবদ্ধ। প্রয়োজনে আমরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল,সংবাদ সন্মেলন করবো।মাদক ব্যবসায়ী কামাল ও মিল্টন তালুকদার, আব্দুল্লাহ আল জায়েদ প্রিয়াম তালুকদার,বাবুল,কানন এর নেতৃত্বে মাদক কারবারিরা স্বক্রিয়। স্হানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তা,হাইব্রিড আওয়ামী নামদারী নেতা ও স্থানীয় কয়েক জন হলুদ সাংবাদিকের সহযোগিতায় মাদকের স্বর্গ রাজ্য হিসেবে গড়ে উঠেছে অত্র এলাকা। অচিরেই মাদক কারবারিদের গ্রেফতারের জন্য প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করি।