রাজশাহীতে সানি হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘাতকের নাম, অনিন (১৮)। নিহত কিশোরের নাম মো. সানি (১৭)। তিনি রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম ওরফে পাখির ছোট ছেলে। সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৩ জুলাই) রাতে হত্যাকাণ্ডের পর থেকে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অনিনকে গ্রেপ্তার করে। তিনি রাজশাহী মহানগরীর সাধুর মোড়ের আকবরের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে গত ৩ জুলাই রাত সাড়ে ৯টায় গ্রেপ্তার আসামি অনিনসহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিতভাবে ঘোষপাড়া মোড় থেকে সানিকে ব্যাটারিচালিত অটোরিকশায় জোর করে তুলে নিয়ে যায়। এরপর তাকে হেতেমখাঁ সবজীপাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে ধারালো চাকু, চাপ্পড়, চাইনিজ কুড়াল দিয়ে সানির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় সোমবার (৪ জুলাই) বিকেলে রেলগেট এলাকায় সানির মরদেহ নিয়ে বিক্ষোভ করে তার পরিবার ও এলাকাবাসী।