হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় মধ্যরাতে খোয়াই নদীর বাঁধে নিয়ে বালু শ্রমিক কদর আলী (৪৮)কে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। নিহত কদর আলী পৌরসভার ইনাতাবাদ জঙ্গল বহুলা এলাকার মোঘল মিয়ার পুত্র। গত শনিবার সকালে মাথা বিহীন একটি মরদেহ পরে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশসহ স্বজনরা ঘটনাস্থলে পৌছে কদর আলীর পরিবারের লোকজন তাকে শনাক্ত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে প্রেরণ করে।
নিহতের স্বজনরা জানান, কদর আলী খোয়াই নদী থেকে বালু উত্তোলনের শ্রমিক হিসেবে কাজ করতো। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু রাতে আর বাসায় ফেরেনি। অনেক খুজাখুজি করেও তার সন্ধান মিলেনি। গতকাল সকালে স্থানীয়রা একটি মাথাবিহীন মরদেহ নদীর বাঁধে পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় এবং বেশ কয়েকজন ঘাতককে চিহ্নিত করা হয়।
এদিকে, নির্মম এ হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এসময় তিনি সাংবাদিকদের বলেন, সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়াও মরদেহের মাথা উদ্ধারেও কাজ করছে পুলিশ। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রæত আইনের আওতায় নিয়ে আসা হবে। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।