রাজশাহীতে এক ট্রাক ড্রাইভার কুপিয়েছে। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় হামলা কারিরা। শুক্রবার সন্ধায় কোর্ট স্টেশনে তুহিনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।
আহত সাদ্দাম কাশিয়াডাংঙ্গা থানার হড়গ্রাম কলোনির গিয়াস উদ্দিনেরর ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদ্দাম কোর্ট স্টেশনে তুহিনের চায়ের দোকানে সামনে দাড়িয়ে চা খাচ্ছিলেন। এসময় ৫ থেকে ৬ জন এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা সাদ্দামের কাছ থেকে ৬০ হাজার টাকা, তার গলার একটি চেন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।। এতে সাদ্দামের বুকে ও ডান পায়ে ক্ষত হয় এবং পায়ের রগ কেটে যায়। হামলাকারিদের মধ্যে গুড়িপাড়া এলাকার শিমুল, কাশিয়াডাঙ্গা শেখপাড়া গ্রামের ইউসুব, আশ্রয়ন প্রকল্পেরর হৃদয়, সম্রাট, রাসেল, আওয়াল ও রুবেল ছিল বলে আহত সাদ্দাম জানায়।
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলাকারিদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে। দ্রুত হামলাকারিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।