রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; পুলিশ পরিদর্শক (নি:) জনাব মোঃ মশিয়ার রহমান এর নেতৃত্বে সঙ্গিয় এসআই /(নি:) এএসএম সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৬/০৬/২০২২ তারিখ রাত্রি ২৩.৩০ ঘটিকায় কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুরিপারা সাকীনস্থ চলনা সাঁকো (রাজশাহী – চাঁপাই পুরাতন রোড) নামক স্থানে তিন রাস্তার মোড়ের অনুমান ১০ গজ দূরে দক্ষিণ দিক গামী ইট বিছানো রাস্তার উপর হতে ১।রুবেল (৩১), পিতা মোঃ রফিকুল ইসলাম , মাতা মোসা: চাম্পা বেগম, সাং বসরি(হারুপুর), থানা কাশিয়াডাঙ্গা মহানগর রাজশাহীকে আটক করেন এবং তার হেফাজতে থাকা দুটি শপিং ব্যাগ তল্লাশী করে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৮৫০ পিচ tapantadol (টাপেনটাডল) ট্যাবলেট ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।উদ্ধারকৃত মাদদ্রব্যসহ আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে,সে উক্ত মাদকগুলি বিক্রয়ের উদ্দেশ্যে শহরের দিকে বহন করে নিয়ে যাচ্ছিল।উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট মুল্য (৫,৭০,০০০/+১,২০,০০০/+৬,০০০/) ৬,৯৬,০০০/- টাকা। এ সংক্রান্ত কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী