পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে আনন্দ সভা ও পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) বিকেলে গোলাপগঞ্জ ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে দলীয় কার্যালয় থেকে আনন্দ সভাটি বের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ সভায় নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। পরে দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে আলোচনা সভায় গোলাপগঞ্জ ছাত্রলীগের নেতা জাহিরুল ইসলাম সানি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নং গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার আ’লীগের সভাপতি আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১২ নং গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল ইসলাম রিমন, ৪নং ওয়ার্ড সভাপতি রিন্টু দাস, মরিচা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শফিউল ইসলাম আজম, উপজেলা মৎসজীবিলীগের যুগ্ম আহ্বায়ক
জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-সম্পাদক মৃনাল দাস টিটন ও গোলাপগঞ্জ ছাত্রলীগের নেতা কামাল উদ্দীন।
এ জাতীয় আরো খবর ....