শুক্রবার ( ২৩জুন) দুপুরে কুলাউড়া পৌর এলাকা সংলগ্ন দেখিয়ারপুর গ্রামে পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করে পুলিশ। থানা পুলিশের উদ্যোগে খাবার বিতরণীতে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, এসআই শাহ আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, পাহাড়ি ঢলে প্লাবিত রয়েছে কুলাউড়ার বেশ কয়েকটি এলাকা। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের দুর্ভোগে পুলিশের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দেখিয়ারপুর এলাকায় রান্না করা খাবার বিতরণ করেছি।
তিনি বলেন, এর আগেও কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে ভুকশিমইল এলাকায় তিনশত পরিবারে প্যাকেটজাত খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। বন্যা পরিস্থিতিতেও পুলিশ বন্যার্তদের পাশে আছে।