আলমডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের ক্যানেল পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য শ্রী শ্রী দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এক মতবিনিময় সভায় অংশ নেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র জনাব হাসান কাদির গণু।ক্যানেল পাড়া বালক সংঘের আয়োজনে এ মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে মেয়র বলেন, হিন্দু-মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সহাবস্থান বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। কোন স্বার্থন্বেষী মহল যেন এই শান্তিপূর্ণ অবস্থান কে নষ্ট না করতে পারে এজন্য আমাদের খেয়াল রাখতে হবে এবং কারো ধর্মানুভূতিতে আঘাত করা চলবে না সে যে ধর্মেরই হোক। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির আলমডাঙ্গা পৌরশাখার সভাপতি ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালু ঘোষের সঞ্চালনায় ও বালক সংঘের সভাপতি রাজকুমার অধিকারীর সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালিত হয়।এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আলমডাঙ্গা উপজেলা সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুয়াডাঙ্গা জেলা সহ-সভাপতি শ্রী প্রশান্ত কুমার অধিকারী, সহ-সভাপতি বাবু সমীর কুমার দে, সহ-সভাপতি সুশীল কুমার ভৌতিকা, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মাজেদ ভূঁইয়া, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চুয়াডাঙ্গা জেলা সাংগঠনিক সম্পাদক ও পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি লিপন কুমার বিশ্বাস, বালক সংঘের শুভ ভট্টাচার্য্য, বিজন কর্মকার, রাজন কর্মকার, টিটো পোদ্দার, পবন অধিকারী, দিপ্ত ঘোষ, দেবু হালদার,সৌমিক সহ প্রায় ১৫০ জন সদস্য এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।