বৃহস্পতিবার ২৩ জুন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল স্কুল ও কলেজ আশ্রয়কেন্দ্র, ঘাটের বাজার শেড আশ্রয়কেন্দ্র, কাইরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া দুর্গত মানুষদের দেখতে যান এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে শুকনো খাবার তাদের হাতে তুলে দেন।
জেলা প্রশাসক এসব আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া গবাদি পশুর জন্য খাদ্য বিতরণ করেন। এ সময় মোঃ আবু জাফর রাজু, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২, কে এম সফি আহমেদ সলমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কুলাউড়া, এ টি এম ফরহাদ চৌধুরী, ইউএনও, কুলাউড়া, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল কর্মকর্তা, পিআইও, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল, সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক, উপজেলা স্কাউটস, কুলাউড়াসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে মৌলভীবাজার জেলা প্রশাসক জেলার বন্যা দুর্গতদের সাহায্যে একটি বেসরকারি সংস্থার প্রেরিত ত্রাণ সামগ্রী আর্ত মানুষদের মাঝে বিতরণ করেন।
এ জাতীয় আরো খবর ....