মঙ্গলবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে একটি সেচ্ছাসেবী দল সুনামগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গুরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ঔষধ বিতরণ করেন।
এসময় উনারা বলেন,আমাদের ওয়াদা অনুযায়ী দুইশো পরিবারের মাঝে যে খাবার বিতরণ করেছি তা হলঃ
১) মুড়ি -১কেজি ২) চিড়া,-১কেজি ৩) চিনি,-১কেজি ৪) বিস্কুট -১কেজি ৫) বিশুদ্ধ খাবার পানি-৪.৫লি, ৬) প্যারাসিটামল, ৭) ওরস্যালাইন। ৮) সিপ্রোসিন ৯) অমিডন ১০) ওমিপ্রাজল ১১) মেট্রো ১২) মোমবাতি ১৩) লাইটার ।
এরপরে আমরা ইটনা, মিটামইনের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো এবং এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।
কেহ সাহায্য করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।আপনার দান বানভাসি দুঃখি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
01611667473 রনি,
01914975961 বিকাশ নাম্বার
01710505658 রানা
01686162394 শরিফ,
01781678676 রানা
01914794205 সেলিম,
#মানুষ-মানুষের জন।