শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন তরুণ প্রার্থী মোঃ রাজিব শেখ ।সম্পর্কে তিনি প্রয়াত মেম্বার আকবর আলী আনতুর মেয়ে জামাতা। গত ২৩/৪/২০২২ সালে শিবরামপুর বাড়ির পাশের মসজিদের ছাদে পানি দিতে গিয়ে বিদ্যূতিক শর্টে মৃতু হয় ওয়ার্ড মেম্বার আকবর আলী আন্তু।তার মৃত্যুতে শুণ্য ওয়ার্ড টি তে বিধি মোতাবেক ৩ মাসের মধ্যে উপ-নির্বাচন হওয়ার কথা। ইতো মধ্যে কয়েকজন মেম্বার নির্বাচন করবেন বলে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন,তারই ধারাবাহিকতায় স্হানীয় জন সাধারণের সুপারিশে প্রার্থী হচ্ছেন জামাতা রাজিব শেখ।মুত শশুর আকবর আলী আন্তুর অসমাপ্ত কাজ গুলো দায়িত্বের সাথে সম্পূর্ণ করতে জনসাধারণ তাকে প্রার্থী হওয়ার ব্যপারে আশাবাদি হয়ে উঠেন।রাজিব পরোপকারী ও পরিছন্ন যুবক হিসেবে এলাকায় পরিচিত তাছাড়া খেলা-ধুলার প্রতি রয়েছে প্রবল আগ্রহ।শশুর আনতু মেম্বার একই ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় তার রয়েছে বড় মাপের নিজস্ব ভোট ব্যাংক। বয়সে নবীন হলেও উপ-নির্বাচনে তার প্রতি আস্হা রাখতে আগ্রহী এলাকার ভোটারগণ।এ ব্যপারে রাজিব শেখ বলেন,জনগণ আমাকে নির্বাচিত করলে আমার মরহুম শশুরের রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো করার পাশা-পাশি স্হানীয়ভাবে শিক্ষা-সংস্কৃতিসহ জনসাধারণের জন্য উন্নয়ন মূলক কাজ অব্যাহৃত থাকবে ইনশাআল্লাহ।