রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের পাশের একটি বাড়ি থেকে এক বৃদ্ধের লাঁশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় পুলিশ গলিত লাঁশ উদ্ধার করে।
নিহতের নাম আলফাজ উদ্দিন (৮০)। তার বাবার নাম মৃত আব্দুল খলিল। আলফাজ উদ্দিন বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি শেখের চক ২২৬ নং হোল্ডিং নাম্বারের ভাড়া বাসার চারতলায় বসবাস করতেন। নিহত আলফাজ উদ্দিন রাজশাহীর প্রয়াত সাংবাদিক মাহাতাব উদ্দিনের ভাই। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। মাঝে মধ্যে তার ছেলেরা এসে দেখে যেতেন। নিজের রান্না করে খেতেন আলফাজ।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, বাড়ির ভেতর থেকে ছিটকানি লাগানো ছিল। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে এনে তালা ভেঙ্গে লাঁশ উদ্ধার করা হয়। লাঁশটি বাড়ির টয়লেটের দরজার পাশে পড়ে ছিল। পরে সেটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে আলফাজ মারা গিয়ে থাকতে পারে।