‘খাদ্যপণ্যের দাম কমাও, মানুষ বাঁচাও’- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টায় এ পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার এটিএম রইফ উদ্দিন সরদার, সদস্য সচিব মো. মুনসুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রাথমিক কমিটির আহবায়ক মো. বায়েজীদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।