মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার
আপডেট টাইম :
মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
১০৮
বার নিউজটি পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর“বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ”শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪জুন) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থা (ডি.ইউএস.এস) এর সহযোগীতায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭০জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক ও ১০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনগ্রসর জনগোষ্ঠির ৪৩ জন শিক্ষার্থী এবং বেদে জনগোষ্ঠির ৫ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরন করা হয়।