সুনামগঞ্জের ধর্মপাশায় পোনা মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাছ বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি পোনা জব্দ করা হয়। পরে মাছ বিক্রেতা একলাছ মিয়া ও লাম মিয়াকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে মুনতাসির হাসান।