ভারতের ত্রিপুরায় এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আখাউড়া থানা পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, ভারতীয় পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে বাইক চুরিতে জড়িত অভিযোগে বেধড়ক মারধরে মৃত্যু হয় ডালিম মিয়ার।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার মিজানুর রহমান।
তিনি জানান, ডালিমের মরদেহ আখাউড়া-ত্রিপুরার আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে রোববার মধ্যরাতে দেশে এসেছে। পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়ার সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডালিম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের মোহন মিয়ার ছেলে। শুক্রবার রাতে ডালিমসহ তিনজন কসবা সীমান্তপথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন।
ওসি মিজানুর রহমান ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার টাকারজলা থানার ওসি দেবানন্দ রিয়াংয়ের বরাতে জানান, ত্রিপুরা রাজ্যে একজন স্কুল শিক্ষকের মোটরসাইকেল চুরি করতে গিয়ে শনিবার সকালে ধরা খান ডালিম। পরে সেখানকার লোকজন তাকে পিটিয়ে হত্যা করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভারতের স্থানীয় থানায় মামলা হয়েছে।
(সি/এন/ টোয়েন্টিফোর)