মহানবী হযরত মোহাম্মাদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতোলা বাজার মসজিদ ও গাড়াবাড়ীয়া গ্রামের মাদ্রাসা মসজিদ কতৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শ্রীফলতোলা বাজার মসজিদ ও গাড়াবাড়ীয়া মাদ্রাসা মসজিদের ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। শ্রীফলতোলা বাজার মসজিদের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য শ্রীফলতোলা বাজার মসজিদ কমিটির মুসল্লী রিপন মন্ডল, বাজার মসজিদের ইমাম নাজমুল হাসান রকি, গাড়াবাড়ীয়া গ্রামের মাদ্রাসা মসজিদের ইমাম আলম ইসলাম, শড়াবাড়িয়া মসজিদের ইমাম আলিমউদ্দিন, সহ প্রমুখ। বক্তারা বলেন, ভারতীয় বিজেপির নেতা নুপুর শর্মা ও মিডিয়া টিমের সদস্য নবীন জিন্দালের বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সঃ)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অমার্জনীয় অপরাধ করেছেন। অনতি বিলম্বে নুপুর শর্মা ও নবীন জিন্দালকে গ্রেফতার করে এই ধর্মান্ধকে ফাঁসি দিতে হবে। মহানবী (সাঃ) কে নিয়ে মন্তব্য করে সকল মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। মুসলমানদের ভারতীয় সকল পন্য বর্জন করতে হবে। কোন মুসলমান আর ভারতীয় পন্য ব্যবহার করবে না। রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর জন্য বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। উল্লেখ্য, ২৭ মে ভারতের একটি টিভি চ্যানেলে বিতর্কে অংশ নিয়ে বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল। এরপর থেকে নুপুরু শর্মা ও নবীন জিন্দালকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলে আসছে।