দিনাজপুরের নবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রকে
বলাৎকারের অভিযোগে দায়েরকৃত মামলায় রায়হান ইসলাম(২২) নামে এক মাদ্রাসা শিক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার ১৩ জুন তাকে ওই মাদ্রাসা থেকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক হাকিমপুর উপজেলার হাতিশও গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। থানা সূত্রে জানা যায় শিক্ষক রায়হান ইসলাম উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় চাকুরির সুবাদে বসবাস করে আসছিল। গত ২০ এপ্রিল রাতে ওই প্রতিষ্ঠানের এক ছাত্রকে ভয় দেখিয়ে বলাৎকার করে। এ কথা কাউকে জানালে ওই ছাত্রকে প্রাণ নাশের হুমকিও প্রদান করে। এ ঘটনায় ওই ছাত্রের পিতা বাদী হয়ে গত শনিবার নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ওই মামলায় রোববার রায়হান ইসলামকে মাদ্রাসা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
এ জাতীয় আরো খবর ....