টেকনাফ উপজেলা জ্বালানি পরিবেশক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নাফ পেট্রোপ পাম্পের মালিক ব্যবসায়ী দিদার হোসেন (সভাপতি) ও হ্নীলার নাফ ফিলিং স্টেশনের মালিক মাহাবুব মোর্শেদকে (সাধারণ সম্পাদক) নির্বাচিত করা হয়।
রবিবার (১২ জুন) পর্যটন হোটেল নে টং এর হল রুমে নাফ ভিঊ পেট্রোল পাম্পের মালিক হামিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্টি এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়াও ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে নাফ ভিউ ফিলিং স্টেশনের মালিক হাজ্বী হামিদ হোছাইন (সিনিয়র সহ-সভাপতি), আব্দুল্লাহ ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ আব্দুল্লাহ (সহ-সভাপতি-১) ও শামলাপুর ফয়েজ এন্ড ব্রাদার্স এর মালিক মাষ্টার এম এ মন্জুর (সহ-সভাপতি-২), মেসার্স জাহেদ ট্রেডার্স এর মালিক আল ফয়সাল (যুগ্ন সাধারণ সম্পাদক), টেকনাফের ইউনাইটেড এজেন্সির মালিক মোহাম্মদ তারেক (অর্থ সম্পাদক), হোয়াইক্যং এলপিজি শাহাজাহান এন্ড ব্রাদার্স এর মালিক মোহাম্মদ শাহজাহান (সাংগঠনিক সম্পাদক), টেকনাফ শাপলা অয়েল এজেন্সির মালিক মোহাম্মদ শহিদ (প্রচার সম্পাদক), এবং টেকনাফের জামাল অটো মোবাইলস এর মালিক মোহাম্মদ জামাল, টেকনাফ আমির এন্ড সন্স এর মালিক মোহাম্মদ ইউনুছ, শামলাপুর নাহিদ পেট্রোলিয়াম এর মালিক মোহাম্মদ শওকত (সাবেক চেয়ারম্যান) হ্নীলা ইউনাইটেড ট্রেডার্স এর মালিক মোহাম্মদ জালালকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি দিদার হোসেন বলেন- কমিটির সবাইকে সাথে নিয়ে উপজেলার জ্বালানি তৈল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবো।