র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১১ জুন ২০২২ তারিখ র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকায় কতিপয় ব্যক্তি আইন-শৃক্ষলার বিঘ্ন ঘটানোর জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ ৬ টা ৪৫ মিনিটের সময় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আজাদ ইসলাম(২৩), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-কাগমারী, থানা-ঝিকরগাছা, জেলা-যশোরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজতক হতে ১। বিদেশী পিস্তল ০১টি, ২। ম্যাগাজিন-০২টি, ৩। পিস্তলের গুলি-০১ রাউন্ড, ৪। মোটরসাইকেল-০১টি ও ৫। মোবাইল ফোন-০১টি উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।