মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার নেতৃবৃন্দসহ ইসলামী শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মিছিল থেকে শিক্ষার্থীরা ভারতে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে বিজেপি’র দুই নেতা কর্তৃক কটুক্তির তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে তার দৃষ্টান্তমুলক শাস্তির নিশ্চিত করতে বিশ^নেতাদের প্রতি আহŸান জানান।