সদর উপজেলার টুকেরবাজার ব্যবসায়ী সমিতির দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন হয়েছে। শনিবার দুপুরে টুকেরবাজার সমিতির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। ২১ সদস্যের কমিটিতে মোস্তাক আহমদকে সভাপতি, মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও বরকত আলী ইমনকে সাংগঠনিক সম্পদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য পদে আছেন, সহসভাপতি জসিম উদ্দিন, মোস্তফা কামাল, সনুকূল দাস, আব্দুল জহুর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সাইফুল ইসলাম, আব্দুল জলিল বাচ্চু, বাবলু মিয়া, ইঞ্জিনিয়ার শাহ সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক নিপেষ দাস, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, সহ প্রচার স¤পাদক রইছ উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা মিজানুর রহমান, উপ দপ্তর সম্পাদক মাওলানা নোমান আহমদ, কোষাধ্যক্ষ দেবেন্দ্র কান্তি দাস, নির্বাহী সদস্য রইছ মিয়া, শহিদুল ইসলাম ও মিলন। নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা এবং বাজারের উন্নয়নকল্পে কাজ করতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।