র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
২২ মে ২০২২ তারিখ ঝিনাইদহ জেলার সদর থানার হরিপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে আসামী জামিরুলসহ তার সহযোগী ৭/৮ জন আসামীরা বেআইনী জনতাবদ্ধে অনধিকারভাবে বাদীর বসতবাড়ীতে ও বসতঘরে প্রবেশ করে রামদা, লোহার রড, লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বাদীর দুইভাইকে ও বাদীর মাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারিভাবে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে এবং বসতঘরে থাকা ল্যাপটপ, টিভি, ফ্রিজ, শোকেসসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। এ বিষয়ে ভিকটিমদ্বয়ের বড় ভাই মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ১১ মে ২০২২ তারিখ র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যাচেষ্টা মামলার আসামীরা ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ ৯ টা ৩০ মিনিটের সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন বিষয়খালী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী ১। মোঃ জামিরুল ইসলাম(৩০), পিতা-আহম্মদ আলী, সাং-হরিপুর, থানা-সদর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।