চলতি পথে প্রতিদিন নাফিজা আক্তার রিনাকে উত্যক্ত করে স্থানীয় কিছু বখাটে যুবক। বখাটেদের উত্যক্তের হাত থেকে বোনকে বাঁচাতে গিয়ে বখাটেদের নির্মম মার ধরের শিকার হয়েছে ভাই আব্দুল মোনাফ। আহত আব্দুল মোনাফ কক্সবাজার সদর উপজেলার খুরুশখুল ইউনিয়নের মৃত হাবিব উল্লাহর ছেলে।
এমন একটি ভিডিও গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হওয়ার পর পুলিশের টনক নড়ে। শেষ পর্যন্ত রোববার সকালে ওই ঘটনায় জড়িত খুরুশখুল মনু পাড়ার সুরত আলমের ছেলে রায়হান (২০) ও কুলিয়া পাড়ার নুরুন্নবীর ছেলে মোঃ আরমান (২০) কে গ্রেফতার করে পুলিশ।
আজ (১২ জুন) এই ঘটনায় ভিকটিমের মা হাফেজা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াস।
তিনি জানান, গেলো ৩১ মে সন্ধ্যায় নাফিজা আক্তার রিনা(১৮) এবং ভাই তার মোনাফ বাড়ীতে যাওয়ার পথে খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের বেক্সিমকো কোম্পানীর বেড়ী বাধের উপর স্থানীয় তিনজন বখাটে পথরোধ করে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে থাকে। এসময় মোনাফ ইভটিজিং এর প্রতিবাদ করলে ওই তিন বখাটে তাকে সহ তার বোনকে বেধরক মারধর ও বোনকে শ্লীলতাহানী করে।
এদিকে ভিডিও ক্লিপসটিতে দেখা যায়, বখাটেরা যখন মারধর করছে তখন সেখানে অনেক লোক জন ঘটনাটি দাঁড়িয়ে দেখছিলো, কিন্তু বখাটেদের ভয়ে কেঊ তাদের উদ্ধার করতে আসেনি।