কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা মাঝি (নেতা) আজিম উল্লাহ হত্যা কান্ডের ঘটনায় এজাহার নামীয় তিন আসামীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।
গ্রেফতারকৃতরা হলো- ক্যাম্প১৯, ব্লক এ/৮ এর বাসিন্দা মৃত মো. সেলিমের ছেলে মো. হাসিম (৪০)। ক্যাম্প ১৬, ব্লক সি/৬ এর আব্দুল হাকিমের ছেলে মো. জাবের (৩২)। ক্যাম্প ১৬, ব্লক সি/৬ এর মৃত আবুল কাছিমের ছেলে মৃত ইলিয়াছ (৪০)। এরা যথা ক্রমে মামলার ৩-৫ নং আসামী।
শুক্রবার রাতে আসামীদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।
তিনি জানান, নিহতের স্ত্রী সনজিদা বাদী হয়ে মামলা দায়েরের পর অভিযুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে এপিবিএন সদস্যরা। ক্যাম্প ১৯ ও ১৬ তে অভিযান চালিয়ে নিজেদের বসত ঘর থেকে গ্রেফতার করা হয়েছে তাদের।
আইনী প্রক্তিয়া শেষে ধৃতদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, ৯ জুন রাত ৮টার দিকে উখিয়া ক্যাম্প ৮ এ রোহিঙ্গা সন্ত্রাসীদের অতর্কিত আক্রমনে তিনি নিহত হন। এসময় আরো দুই জন মারাত্মক ভাবে আহত হয়।