ভারতে ক্ষমতাসীন বিজেপির দুই নেতার নবী মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন (শনিবার) দুপুর ১২টায় মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রেসক্লাব মোড় অতিক্রম করে প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। মোঃ-আশরাফ উদ্দীন শফি। রেজাউল করিম। নোহাস আহমেদ। সাংবাদিক -জুবায়ের আহমেদ। মাওলানা মনিরুল ইসলাম। রাহি আহমেদ। নাহিদ আহমেদ। ফুরকান আহমেদ। প্রমুখ।
বক্তারা বলেন, ভারতীয় সরকারের মুখপাত্র নুপুর শর্মা মহানবী হজরত মুহাম্মদ ( সা.)-কে যে অবমাননাকর মন্তব্য করেছে ভারতের সরকার অবিলম্বে তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।