নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইল স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতারে সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের ডাঃ সুব্রত হালদার,ডাঃ সুভাশিষ বিশ্বাস, নিউট্রেশন কর্মকর্তা জিল্লুর রহমান প্রমূখ।পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন,নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ,এটিন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার জহির আহমেদ ঠাকুর, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আল আমিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
সভায় জানানো হয়, নড়াইল জেলায় এ বছর ০৬-১২ মাস বয়সী ১২ হাজার ৪০ জন শিশুকে ভিটামিন এ ১ লক্ষ আইইউ খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী ৮৫ হাজার ৯’শ ৭৮ জন শিশুকে ভিটামিন এ ২ লক্ষ আইইউ খাওয়ানো হবে। জেলায় মোট ৯৮ হাজার ১৮ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।আগামী ১২ থেকে ১৫জুন পর্যন্তু জেলার ৩৯টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্তু এ ক্যাম্পেইন চলবে।এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন