১১ জুন প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বাজেট সংশোধনের প্রস্তাবের পাশাপাশি বলেন, আমাদের হিজরা বা তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ও ভাসমান মানুষদের উন্নয়নে- আত্ম কর্মসংস্থানে দুর্নীতিহীনভাবে দায়িত্ব পালন করতে পারলে সরকারের রাজস্বে যোগ হবে বছরে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা; একই সাথে ভর্তুকি দিলে ৯৭৫ টাকার স্থলে ২ বার্নারের গ্যাসের চুলোয় ১ হাজার ৮০ টাকার সিদ্ধান্ত থেকে সরবে বাংলাদেশ; সাধারণ মানুষের হতাশা কমবে; কমবে তাদের ভোগান্তি ও দীর্ঘশ্বাস।