দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায়
মহসিন আলী(৫০) নামে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ১০জুন
সকাল ৭ টার দিকে উপজেলার ভাদুরিয়া- টুপিরহাট সড়কে মধ্যমমাগুরা নামক স্থানে।নিহত মহসিন আলী উপজেলার পুটিমারা ইউনিয়নের কালিয়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে। নিহতের স্বজনেরা জানায় মহসিন আলী শুক্রবার সকালে আম কেনার জন্য অটোচার্জার রিক্সাভ্যান যোগে বাড়ী থেকে রওনা হয়। চলার পথে উপরোক্ত স্থানে তার ভ্যানের নিচে কুকুর পড়লে তার ভ্যানটি উল্টে যায়। এসময় মহসিন ভ্যানের চাপায় গুরুতর রক্তাক্ত জখম হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়ার পথে সে মার যায়।
এ জাতীয় আরো খবর ....