ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে
ইসলামি আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১০ জুন শুক্রবার বাদ জুমা মৌলভীবাজার পশ্চিম বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের পুরাতন হাসপাতাল রোড প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বর হয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল।
মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা এম এ কুদ্দুস এর সভাপতিত্বে সম্পাদক মাওলানা সোলাইমান আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বক্তব্যে রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান নকীব,
সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মামুন
অর্থ সম্পাদক, মুহাম্মদ সজল, প্রচার ও দাওয়া সম্পাদক, মাওলানা জুবায়ের আহমদ জুবেল, সহ-প্রচার মুহাম্মদ জিয়াউর রহমান,প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা নূরউদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল ওয়াহিদ
ইসলামি যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া, ছাত্র আন্দোলন জেলা সাবেক সভাপতি, মাওলানা ইসহাক আহমদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলাউড়া উপজেলার সভাপতি, মাওলানা ফখরুল ইসলাম। জুড়ি সভাপতি, মাওলানা গিয়াস উদ্দিন, রাজনগর উপজেলার সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।
নেতৃবৃন্দ ভারতীয় পণ্য বর্জন এবং রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে আহবান জানান।