ইরানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
দেশটির তাবাস শহর থেকে ইয়াজদে যাওয়ার পথে বুধবার ওই ট্রেনটি দুর্ঘটনায় পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
কর্তৃপক্ষ বলছে, ট্রেনে ৩৪৮ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যাও বাড়তে পারে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
জরুরি সেবার একজন কর্মকর্তা জানিয়েছেন, রওনা হওয়ার পর ৫০ কিলোমিটার দূরে গিয়ে একটি এক্সকাভেটরের সঙ্গে ধাক্কা খায় ট্রেনটি। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
তাবাসের কাউন্টি গভর্নর আলী আকবর রহিমি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটির সাতটি বগির চারটিই লাইনচ্যুত হয়েছে।
জাতীয় উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মুজতবা খালেদ সাংবাদিকদের জানান, হতাহতদের উদ্ধারে তৎপরতা চলছে। দুর্ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।
এর আগে ২০০৪ সালে বড় ধরনের ট্রেন দুর্ঘটনায় ইরানে ৩২০ জন নিহত হন।