1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৭:২০ অপরাহ্ন

স্বপ্নপূরীর ফল উৎসব গান ও কবিতায় মেতে ওঠলো রেলওয়ে এলাকা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৯৩ বার নিউজটি পড়া হয়েছে

চলছে মধুমাস জ্যৈষ্ঠ। আম জাম লিচু মানেই তো মধুমাস। ‘ সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুরা কী আর সেসব ফলের স্বাদ নিতে পারছে? হয়তো পারছে না। তাই সেসব শিশু ও ছিন্নমূল মানুষের জন্য খুলনায় মৌসুমি ফলের উৎসব করেছে সুবিধাবঞ্চিত শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান স্বপ্নপূরী।
মঙ্গলবার বিকেলে খুলনা রেলওয়ে এলাকায় ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেলের সৌজন্যে এ ফল উৎসবের আয়োজন করা হয়। প্রায় শতাধিক শিশুসহ ছিন্নমূল মানুষকে মৌসুমি ফল দেওয়া হয় এ ফল উৎসবে। মৌসুমি ফল পেয়ে হাসি ফুটেছে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে। এ সময় গান ও কবিতায় মাতিয়ে রাখে রেলওয়ে এলাকা।
উৎসবে ফল তুলে দেন, ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলাম, মুন্নি আক্তার, মফিজুল ইসলাম, ইমরান হোসেন, মো: সাগর, জহিরুল রাতুল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel