মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার আমতৈল গ্রামের এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৭২ ঘন্টার মধ্যে জুড়ী থানা পুলিশ ৪ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
বুধবার ৮ জুন জুড়ী থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ জুন জুড়ী উপজেলার আমতৈল গ্রামের দুবাই প্রবাসী এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা কলাপসিবল গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এঘটনায় জিয়াউর রহমান বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর এর নেতৃত্বে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম, এসআই অনিক দাশ সঙ্গীয় ফোর্সসহ চার ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।