চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ২ কোটি টাকা এবং আহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করার দাবি জানানো হয়েছে।
দ্রুত এ পদক্ষেপ নেয়া না হলে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব বুধবার এ নোটিশ পাঠান।
স্বরাষ্ট্রসচিব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব, শিল্পসচিব, বাণিজ্যসচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, চট্টগ্রামের জেলা প্রশাসক, বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে।
ওই ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
সূত্রপাতের ৮৭ ঘণ্টা পর বুধবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।