কক্সবাজারে মাদক মামলায় এক রোহিঙ্গা মাদক কারবারীর মৃত্যুদন্ড ঘোষনা করেছে আদালত। এই মামলায় অপর আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। মাদক মামলায় এটিই কক্সবাজারের প্রথম মৃত্যু দন্ড।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত এই রায় ঘোষনা করেন।
মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী আরিফ উপজেলার কুতুপালং ক্যাম্প ২, ব্লক ডি-৫ এর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল মুনাফের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট ফরিদুল আলম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ নভেম্বর ৭ হাজার ৯৯০ পিস ইয়াবা বড়িসহ উখিয়া টিভি টাওয়ার এলাকা হতে তাকে আরিফ উরুফে মৌলভী আরিফকে আটক করে র্যাব-৭। এসময় ঘটনাস্থল হতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সাদেক নামের এক ব্যক্তি পালিয়ে যায়। এই ঘটনায় র্যাবের কর্মকর্তা (পুলিশ ইন্সপেক্টর) মো. শাহদাত হোসেন বাদী হয়ে দুই জনকে আসামী করে উখিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করেন। আদালত দ্বীর্ঘ পক্রিয়া শেষে মামলার ১৪ জন স্বাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহন করেন। আদালত মামলার চার্জসিট ও স্বাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে মামলার ১ নং আসামী আরিফ উরুফে মৌলভী আরিফকে মৃত্যু দন্ড ঘোষনা করেন এবং অপর পলাতক আসামী সাদেককে বেকসুর খালাস প্রদান করেন। মামলার রায় ঘোষনা কালে আসামী আদালতে অনুপিস্থিত ছিলেন।