মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই বুধবার (ইভিএম) ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।
সোমবার ৬ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন এই শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ জুন।
যাচাই-বাছাই ৩০ জুন। আপিল ১-৩ জুলাই। আপিল নিষ্পত্তি ৪-৬ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন ৭ জুলাই।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রের কার্যক্রম শেষ হলে প্রতীক বরাদ্দ হবে ৮ জুলাই। আর ভোট গ্রহণ করা হবে ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব ২০২১ সালের ২১শে মে মৃত্যুবরণ করেন। এরপর একই বছরের ২রা সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপজেলা চেয়ারম্যান শূন্য পদে তফসিল ঘোষণা করে ৭ই অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে। ওই নির্বাচনে অংশ নিতে ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা ৯ সেপ্টেম্বর তার ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
শূন্য পদের জন্য আবারও প্রায় ১০ মাস ১৮ দিন পর ২৭ জুলাই উপ-নির্বাচন হতে যাচ্ছে।