এই তালিকায় যারা রয়েছেন তারা হলেন, শ্রীনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ভূমি উপ- সহকারী কর্মকর্তা মোঃ ইউনুস হোসেন (টুটুল), ষোলঘর ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা – দিদার মাহমুদ শাহীন, সিংপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা – ইমাম হোসেন তালুকদার, বাড়ৈখালি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ , কুকুটিয়া ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার সাহা,ভাগ্যকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হান্নান, বাঘড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আল- আমিন, কোলাপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসান।
প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতি মুক্ত হওয়ায় কোন হয়রানির শিকার না হয়েই পর্যাপ্ত ভূমি সেবা পচ্ছেন শ্রীনগর উপজেলা বাসী।
এবিষয়ে সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজীব আহমেদের নিকট জানতে চাইলে তিনি বলেন, সরকার আমাকে এই চেয়ারে বসিয়েছেন জনগনের সেবা করার জন্য, তাই আমার সর্বোচ্চটুকু দিয়ে সেবা করে যাচ্ছি, ভবিষ্যতে ও অব্যহত থাকবে।