সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বালিজুড়ি ট্রেজিডির নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে,২০১০ সালের ৮ জুন উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরের মধ্যবর্তী স্থানে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলার ডুবিতে ১৬ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ছিল বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩ জন, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী এবং পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের ৩ জন নারী ও ৫ জন শিশু। নিহত শিক্ষার্থীদের বাড়ি পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামে। প্রতি বছর এ দিনে বাদশাগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও বালিজুড়ি গ্রামে নেমে আসে শোকের কালো ছায়া।
বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলাল উদ্দিন বলেন, ‘নিহত শিক্ষার্থীদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় বিদ্যালয়ে এবং স্থানীয় তিনটি মসজিদে প্রতিবছর দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
এ জাতীয় আরো খবর ....