রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:)/ মোঃ মশিয়ার রহমান এবং সঙ্গিয় এসআই /(নি:) কাজী জাকারিয়া ও সঙ্গীয় ফোর্সসহ ইং ০৭/০৬/২০২২ তারিখ রাত্রি ০০.৫৫ মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানাধীন শামপুকুর সাকিনস্ত জনৈক ভুট্টু এর নির্মাণাধীন বাড়ীর দক্ষিণ দুয়ারী ঘরের বারান্দায় মেঝের উপর হতে ০৬(ছয়) জন জুয়াড়ীকে ০৩ প্যাকেট খোলা তাস নগদ ৭৩৩০/-(সাত হাজার তিনশত ত্রিশ) টাকা সহ হাতে নাতে আটক করেন। আটক কৃতরা হলো ১। মো: আলিম(৩০),পিতা মোঃ সুকাম আলী, ২।মোঃ জসিম আলী(৩৫), পিতা মোঃ আ: কাদের,৩।মোঃ রুবেল আলী(৩০),পিতা মোঃ নজরুল ইসলাম ৪। শ্রী মিঠুন কর্মকার(২৪), পিতা শ্রী দ্বিজেন কর্মকার, সর্বসাং মোবারকপুর, টিকরী,থানা শিবগঞ্জ,জেলা চাঁপাই নবাবগঞ্জ,৫।মোঃ সম্রাট(২৫),পিতা মোঃ সৈয়ব নবী,সাং মধুপুর,থানা দামকুরা,৬।মোঃ নুরুল ইসলাম (২৮),পিতা মোঃ মোখলছুর রহমান,সাং রায়পাড়া,থানা কাশিয়াডাঙ্গা, আরএমপি,রাজশাহী। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এ সংক্রান্ত কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী