সুনামগঞ্জের ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের শ্রেণিকক্ষ স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের পল্লী কবি জসিম উদ্দিন ভবন থেকে নবনির্মিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের একটি সুসজ্জিত কক্ষে শ্রেণিকক্ষ স্থানান্তর করা হয়। পুরাতন শ্রেণিকক্ষ থেকে নতুন শ্রেণিকক্ষে প্রবেশের আগে শিক্ষার্থীদের হাতে রঙিন বেলুন ও রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। এর আগে ফিতা কেটে নতুন শ্রেণিকক্ষের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরে শ্রেণিকক্ষে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউআরসির ইন্সস্ট্রাক্টর চন্দন কুমার বণিক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার প্রমূখ।
এ জাতীয় আরো খবর ....