পুলিশ সুপারের কার্যালয়, চুয়াডাঙ্গা’র অফিসকক্ষে ০৫.০৬.২২ খ্রিঃ চুয়াডাঙ্গা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে ২০২২-২৩ সালের বার্ষিক কর্মসম্পাদন (এপিএ)-চুক্তি পৃথক পৃথকভাবে স্বাক্ষর করেন । সেই সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী থানাগুলো আগামী এক বছরের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করবেন মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয়। উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যাবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।