মতিহারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার প্রধান শিক্ষক আতিকুর রহমান রাজা নির্বাচনী পরীক্ষার পূর্বেই বিশাল অংকের টাকা নিয়ে কয়েক জন প্রার্থীকে অলিখিত ভাবে নিয়োগের নিশ্চয়তা দিয়েছে।১. ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার তার আপন শালিকার পুত্র মতিহারা গ্ৰামের আব্দুর রাজ্জাক এর ছেলে ফরিদুলকে মতিহারা উচ্চ বিদ্যালয়ে কর্মচারী পদে নিয়োগ করবে।২.একই ভাবে প্রধান শিক্ষক আতিকুর রহমান রাজা পুটিমারা গ্রামের শাহাদত হোসেনের পুত্র আউয়ালকে কর্মচারী পদেও ঘাসিড়া গ্রামের গ্রামের সুশীল টিগ্যার ছেলে শুভ তিগ্যা কে কর্মচারী পদে নিয়োগ করবে। বিষয়টি এলাকায় ফাঁস হয়ে পড়ায় অভিভাবক ও প্রার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। নিয়োগ নির্বাচনী পরীক্ষা কাগজে-কলমে ঠিক রাখে শুধু দেখানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে বলে অনেক প্রার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকে বলে জানা যায়।( দুর্নীতি সমাচার ৫) আসবে…