র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।গত ০৪ মে ২০২২ তারিখ ঝিনাইদহ জেলার সদর থানাধীন নলডাঙ্গা বাজারস্থ এলাকায় সামাজিকতা ও রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করে আসামী মোঃ আশাদুল ইসলাম সহ তার সহযোগী আসামীরা পরস্পর যোগসাজসে বেআইনী জনতাবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিম মোঃ ফরাহাদুজ্জামান সহ তার পক্ষের লোকজনদেরকে হত্যা করার উদ্দেশ্যে এলোপাথারিভাবে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে। এ বিষয়ে ভিকটিম মোঃ ফরাহাদুজ্জামান বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ০৫ জুন ২০২২ তারিখ র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যাচেষ্টা মামলার আসামীরা ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত ৩টা ৩০ মিনিটের সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন নলডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামী মোঃ আশাদুল ইসলাম(৪৮), মোঃ ওবায়দুর রহমান(৩৬), মোঃ জাহিদুল ইসলাম(৪১), সর্ব পিতা-মৃত নজের আলী, মোঃ হাফিজুর রহমান(৪৪), পিতা-আমির আলী, মোঃ দোস্তর আলী(৬০), পিতা-মৃত ইউসুফ খাঁ, সর্ব সাং-ভিটশ্বর, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।