জলাবদ্ধতা নিরসনের জন্য দীর্ঘদিনের পরিত্যক্ত খাল পুনঃখননের দ্বিতীয় ধাপের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।শহরের জলাবদ্ধতা নিরসনে এবং পানি বাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে পৌর এলাকার চতুর্দিকে খাল পুনঃখননের সিদ্ধান্ত নিয়েছে আলমডাঙ্গা পৌরসভা প্রশাসন। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পরিত্যক্ত খালগুলো মানুষের নাভিশ্বাস হয়েছিল উঠেছিলো।বিশেষ করে পৌর এলাকার ৬,৭,৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে দুঃর্বিষহ যন্ত্রণার কারণ হয়েছিলো সংশ্লিষ্ট খালটি ।আজ সকাল ১০:৩০ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার মেয়র জনাব হাসান কাদির গনু খাল পুনঃখননের দ্বিতীয় ধাপের কার্যক্রমের উদ্বোধন করেন, এসময় মেয়র বলেন শহরের চতুর্দিকে বৃত্তাকার পরিধির মত খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি বের হওয়ার নতুন বাইপাস সংযোগ লাইন তৈরি করা হচ্ছে এবং এই বাইপাস সংযোগ খালের সাথে, শহরের বিভিন্ন ওয়ার্ডের অলিগলি ড্রেনেজ লাইনগুলো যুক্ত থাকবে যাতে শহরটি জলাবদ্ধতা মুক্ত হয়।কয়েক ধাপে এ কার্যক্রম পরিচালিত হবে । পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খন্দকার নাসিম বলেন,মেয়র মহোদয়ের আন্তরিক উদ্যোগের ফলে আমরা একটি মাস্টারপ্ল্যান হাতে নিয়েছি এটা বাস্তবায়িত হলে অল্প কিছুদিনের মধ্যেই আলমডাঙ্গা পৌরবাসী এর সুফল ভোগ করতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক কাজি রবিউল হক, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ডালিম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সদরুদ্দিন ভোলা, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বাপ্পি। আওয়ামী লীগ নেতা মাজেদ ভূঁইয়া, সাংবাদিক কাইরুল মামুন, জাফর জুয়েল, আমিরুল ইসলাম জয়, এম সঞ্জু আহাম্মেদ সহ আলমডাঙ্গা পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলমডাঙ্গা পৌরসভার চতুর্দিকে সাইক্লিক অর্ডারে খাল খনন ও পুনঃখননের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।