কুয়েতে গাড়ি চাপায় চুয়াডাঙ্গা নিবাসী সহিদুল ইসলাম (৫০) এর মৃত্যু হয়েছে। কুয়েত সময় রবিবার সকালে তার মৃত্যু হয়। এঘটনা নিশ্চিত করেছেন মরহুমের ভাই কুয়েত প্রবাসি ইজাজুল হক। মৃত সহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের মৃত জহর আলীর সেজো ছেলে। জানাগেছে, গত পাঁচ বছর যাবৎ শহিদুল ইসলাম কুয়েতের আল্ জাহারা প্রদেশে কাজ করে আসছিল। রবিবার সকালে সেখানে কর্মরত অবস্থায় ক্রেন নামক বড় গাড়ির ড্রাইভার ভুলক্রমে তার পেটের উপরে উঠিয়ে দিলে সেখানেই সহিদুলের মৃত্যু হয়। কুয়েত প্রবাসি মরহুমের ভাই ইজাজুল হক সাংবাদিকদের জানান, সহিদুলের মৃত্যুতে কুয়েতে একটা মামলা করা হবে। মামলার জটিলতা ও কাগজাদি সম্পন্ন করে সহিদুলের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। মৃত্যুকালে সহিদুল স্ত্রী ও পাঁচ কন্যা রেখে যান। এদিকে কুয়েত প্রবাসি সহিদুলের মৃত্যুর খবরে ছড়িয়ে পড়লে সহিদুলের পরিবারসহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।