দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার চলমান গতি অব্যাহত রেখে দেশবাসীর উন্নত জীবনের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সম্মান রক্ষায় হজযাত্রার সময়ে সৌদি আরবের সব নিয়ম-কানুন, আইন মেনে চলতেও হজযাত্রীদের পরামর্শ দিয়েছেন সরকার প্রধান।
ঢাকার আশকোনায় হজ অফিসে শুক্রবার সকালে হিজরি ১৪৪৩ সালের হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং হজ কার্যক্রম ২০২২-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সরকারপ্রধান।
হজযাত্রীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আজকে আমাদের দেশে যেভাবে আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারছি, এই উন্নয়নের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, তারা যেন তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ পায়, উন্নত জীবন পায়, সুন্দর জীবন পায়, তার জন্য আপনারা দেশবাসীর জন্য দোয়া করবেন।’
করোনাভাইরাসের মতো মহামারির হাত থেকে বাংলাদেশসহ পুরো বিশ্ব যেন মুক্তি পায়, তার জন্যও আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আপনারা আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন। আর এই করোনাভাইরাস, এ রকম কোনো রোগের প্রাদুর্ভাব থেকে যেন বিশ্ব রক্ষা পায়, মানবজাতি রক্ষা পায়, আর সেই সঙ্গে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ যেন রক্ষা পায়, সেই দোয়া করবেন।’
সৌদির আরবে অবস্থানকালে দেশটির আইন মেনে চলার অনুরোধ রেখে সরকারপ্রধান বলেন, ‘আমি বলব, যারা যাবেন হজে, অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম-কানুন এবং আইন, সেটা সবাইকে মেনে চলতে হবে। হজে সব আইন মেনে সবাই চলবেন, এটাই আমরা আশা করি। নিজের ইবাদত-বন্দেগি করা, আবার দেশের মান সম্মানও রক্ষা করা—এটা সবার কর্তব্য। সেই কথাটা আপনারা মাথায় রাখবেন।’
হজযাত্রীদের সতর্ক থেকে নিজেদের সুস্থ রাখার আহ্বানও ছিল বঙ্গবন্ধুকন্যার কণ্ঠে। তিনি বলেন, ‘আর তা ছাড়া আপনারা নিজেরা নিজেদের সুস্থ রাখার চেষ্টা করবেন, যাতে সবাই সুস্থ থাকতে পারেন, সুস্থ থেকে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন।
‘এটাই আপনাদের কাছে আমার আহবান থাকবে, বাংলাদেশের জন্য দোয়া করবেন। প্রাকৃতিক দুর্যোগ বা করোনাভাইরাসের মতো এ রকম অতিমারির হাত থেকে যেন এ দেশ রক্ষা পায়।