বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার অসহায় মানুষের মাঝে ও বিভিন্ন প্রতিষ্ঠানে পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণ করে ইতালী প্রবাসী লাকসাম কুমিল্লাার মুহাম্মদ জাছিফ আলমের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন “আইয়ান আয়ান মানবতার ফাউন্ডেশন”।
২ জুন (বৃহস্পতিবার) দুপুর ১১টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে হাফিজ জাকির হুসাইনের পরিচালনায়- উক্ত ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, সুদূর কুমিল্লা থেকে আর্তমানবতার খাতিরে আমাদের কাছে এসে দুর্দিনে তারা দাঁড়িয়েছে, অবশ্যই এটা প্রশংসার দাবিদার।
ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার পরিস্থিতি ও আমাদের ত্রাণ তৎপরতা দেখে ফাউন্ডেশন প্রথমে আর্থিক অনুদান দিয়েছে নীরবে নিভৃতে। এখন পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণ করেন।
এসময় ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আশিকুর রহমান ও নজরুল ইসলাম।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তা প্রভাষক হোসেন আহমদ আম্বিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, হাফিজ জাকির হোসেন, আবুল হাসানাত, সাংবাদিক আবু তালহা তোফায়েল, হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, আব্দুল্লাহ বিন দুলাল, নাহিদ হাসান প্রমুখ।
এ জাতীয় আরো খবর ....