মৌলভীবাজার জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের যুব সংগঠনের প্রতিনিধি, যুব উদ্যোক্তা, আত্মকর্মী ও প্রশিক্ষণার্থীদের অংশ গ্রহণে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুব সমাবেশে বক্তারা বলেছেন দেশের বেকার যুবক যুবতীদের উচিত হবে শুধু সরকারি চাকুরি পেছনে না ঘুরে আর বিদেশে পাড়ি না দিয়ে দেশে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা। দেশে যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রেনিং গ্রহণ করে এখন অনেকেই নিজেকে সমাজে সুপ্রতিষ্ঠত হয়েছেন বলে জানান বক্তারা।
২ জুন বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
এ সময়ে তিনি বলেন যতদিন আওয়ামীলীগ ও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন দেশ এগিয়ে যাবে দেশের উন্নয়নের গতিকে কেউ বাঁধাগ্রস্থ করতে পারবে না, অগ্রগতি হবে। দেশের স্বপ্নের পদ্মা চালু হচ্ছে। এই সেতু নিয়ে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
সম্প্রতি তিনি নেদারল্যান্ডস ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বলেন, সে দেশের কর্তা ব্যক্তিরা অবাক হয়ে জানতে চেয়েছেন ছোট একটা দেশ, কোটি কোটি মানুষ নিয়ে এতো দুর্যোগ মোকাবেলা করে কিভাবে ঠিকে আছে? আমি বলেছি আমাদের দেশে শেখ হাসিনা নামে একজনের যাদু আছে। তিনিই সব কিছু মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
প্রশিক্ষণার্থীদের বক্তব্য রাখেন সুস্মিতা দাশ, যুব উদ্যোক্তা জাতীয় যুব উদ্যোক্তা পুরস্কার প্রাপ্ত টি এম আলমগীর, শেখ মো. বাহাউদ্দিন প্রমুখ।